Friday, February 1, 2013

বিয়ের প্রাসঙ্গিকী - ১ (খণ্ডচিত্র)


কৌশিক নাম আমার, প্রকৃতিতে শিষ্ট ,
আজন্ম পেটরোগা, চেহারায় স্পষ্ট !
দুই ভাই, মা, বাবা - এই নিয়ে দিনরাত ;
মামা-মামী-মাসি-পিসি, নেই খুব যাতায়াত |
একরতি ভাড়াবাড়ি, সেখানেই জন্ম ,
কিছুতেই ভুলব না সে বাড়ির মর্ম |
টালিঘেরা ছোট স্কুলে ভাঙ্গাচোরা ঘরদোর ,
কাঁচাবাড়ি ফুটো ছাদ প্রাথমিক স্কুল মোর |
উচ্ছল প্রতিদিন, বস্তুভাবনাহীন ,
বেয়েছি সময়ঘড়ি শৈশব অমলিন ...
বাবা ছিল খুবই রাগী, ভ্রুকুটি করলে -
ভস্ম হয়ে যেতাম দুই ভাই মিলে !
যত বড় হয়েছি, বুঝেছি গোপনে ,
স্নেহের ফল্গুধারা বাবারও গহনে |

কয়লার উনুন আর ভাড়াবাড়ি ছেড়ে
একদিন হুট করে নিজেদের ঘরে |
ঘরের প্রতিটি কোণ নিপুণ বিন্যাসে
বাবা-মা'র অক্লান্ত যৌথ প্রয়াসে |
মজাদার কত পল দাদা আর আমি 
শুকতারা মনে হত সবথেকে দামী |
জন্ডিসে জেরবার, গুণে গুণে তিনবার - 
তারই মাঝে কেটেছি পুকুরে ডুবসাতার !
মচকেছি ডান পা, ক্রিকেটও খেলেছি ,
জানলার কাচ ভেঙ্গে বকুনি খেয়েছি |
গরমে লোডশেডিং মশার কামড়ে
পড়তে বসতে হত হারিকেন ঘিরে |
বনধের দিনগুলো দল বেধে স্কুলে
শুনশান পথঘাটে পড়ুয়া মিছিলে !

পরীক্ষা শেষ হলে মুক্ত বিহগ - 
একহাতে জুল ভের্ন, আর হাতে হ্যুগো |
যা হয় তারপর, পড়াশুনো বিস্তর ,
স্কুল-শার্ট খুলে রেখে কলেজের চত্বর ;
ফেলে আসা প্রান্তরে স্কুলের সে জামা ,
ঘরের উঠোন ছেড়ে রাস্তায় নামা |
দিন যায় ভেসে ভেসে, তৃতীয় বর্ষ-শেষে
চাকরির প্রস্তাব পৌঁছলো ক্যাম্পাসে |
আরো মাস বারো পার, হলাম আমি পেশাদার
software এর সাথে semiconductor |
এরই মাঝে কিংশুক পরিবারে এলো ,
"বাপরে কি ডানপিটে" - সবে রায় দিল !
ছোট্ট কিংশুকের অভিলাষ মনে 
বড় হয়ে যোগ দেবে সম্মুখ রণে !

নিয়মিত যাত্রায় অবিরত আমি
রঙীন মানুষ দেখে রাস্তায় থামি -
বছর আটেক ধরে, বাস করি bangalore-এ 
কলকাতা তবু আজও আমার এ প্রাণ জুড়ে ;
সুদূর প্রাচ্য থেকে আইফেল টাওয়ার
যেখানেই যাই, পাই সাধ ফিরে যাওয়ার |
মুখোমুখি আয়নায় উদ্বাস্তু দুপুরে
একা হাওয়া নাড়া দেয় অস্তিত্ব জুড়ে ...
যখনি অন্যমন, পেয়েছি অনুক্ষণ 
আমারি মননে ঋত দূরে থাকা প্রিয়জন |
এভাবেই পথ চলি, রাজপথ বা গলি ,
বিয়ের স্টেশনে এসে মনে মনে হেসে বলি -
ছোট শখ নিয়ে রই, ছোট সুখ তাই সই ,
মালকোচা ধুতি পরে ছোট আমি বড় হই |

                                                                                                                                               
কোলকাতা 

No comments:

Post a Comment