Sunday, October 6, 2013

মুখোশ

   বাবুর আজ ভীষণ মুখভার |

বাবু, ইকনমিক্সের ছাত্র, যিনি এখন USA তে research করছেন,
তাঁর ভীষণ মুখ ভার |
কারণ বাঙ্গালোরে টমাটো ছোঁড়াছুঁড়ি হবে |
   এই টমাটো দিয়ে জুটতে পারত কত বুভুক্ষু আর নিরন্ন মানুষের পাতের
      চাটনী !
   নিদেন হয়ে যেতে পারত একটা গোটা industry !
Spain-এ নাহয় অতিরিক্ত টমাটো,
La Tomatina তাদের সাজে |
এই বাঙ্গালোরের বখে যাওয়া copycat আহাম্মকগুলো -
   নিজেদের culture আর tradition জলাঞ্জলি,
   পরের ভাবের ঘরে চুরি !

ছিঃ !!!

অবিশ্যি বাবু বাঙালী, তাঁর প্রিয় শহরের tradition-টাও একটু costly হয়ত - 
   পাড়ায় পাড়ায় প্যান্ডেল, আলোর রোশনাই,
      আর মানবদরদী ব্যান্ডের বাজখাই চিত্কারে 
         চোখ-কান হলই বা অসুস্থ,
    গরবিনী তরুণীর আদুরে আবদারের taxi 
      শহরে আনুক না যানজট,
    "Theme" পুজোর "সমস্কৃতি" আর 
      পঞ্চাশ-লাখী মেগাবাজেট পুজোর 
         উত্কট উদ্দামতায় চাপা পড়ে যাক না বন্যা-ধ্বস্তের কাতর আর্তি -
তাতে কী?
দূষণ আর অপচয়ের এই শহরে তো এটাই দস্তুর,
অত ঝুটমুট অত কথা ভাবতে যাওয়া ক্যান্ ভাই?
মজা পাচ্ছেন হরির লুঠের মতন, সাবড়ে নিন না!
অত কচকচানি মশাই ভাল্লাগেনা মাইরী !

আর তাছাড়া কুটীর শিল্প? সেটা কেন বেমালুম চেপে যাচ্ছেন দাদা?
   কত মানুষ ব্যাবসা যে করে, টু-পাইস আমদানী হয়, সেটা?

- উফ, আবার বলে পুরো বাজেটটাই ওদের উন্নয়নে খরচ করে দেবে !
আরে বাবা এখানে কি দানছত্র খুলে বসেছি? 
ফেল কড়ি, মাখো তেল |
আর fun? সেটা কোথায় যাবে?
অন্যের funটা নাভিশ্বাস, আর নিজের funটা বিশ্বাস,
এটা জানেন না?

সব গুজব দাদা, একদম কান দেবেন না !


  

No comments:

Post a Comment