Saturday, May 3, 2014

প্রবাসে রামধনু


দুটো যমজ নীল-সবুজ-কমলা রামধনু দেখছিল অনেকে মিলে |
বহুতল কর্পরেট অফিসের "উইন্ডো ব্লাইন্ড" সরিয়ে দিয়ে
ছবিও তুলল কেউ কেউ,
আমিও দেখছিলাম, আর খুজছিলাম অর্ধবৃত্তের অন্য প্রান্তটা -
খুঁজে পেলাম না |

এখানে সমকামিতার রং রামধনু !
ঠিক বুঝতে পারি না;
ধূ-ধূ বরফ প্রান্তর শেষে জ্যোত্স্নামাখা বিরাট হাওয়াকল
ঠায় দাঁড়িয়ে থাকে কুইক্সোটের অপেক্ষায় -
এখানে চারিদিক শূণ্য |

আর ওখানে একটা বাচ্চা ছেলে,
হাফ প্যান্ট, চপ্পল, ঘামে ভিজে জবজবে,
ছুটে চলে কাদা মেখে লক্ষ্যহীন -
বিশ্রী কালো মেঘ তাড়াবে রামধনুর গা থেকে,
আকাশে ঢিল ছোড়ে |

স্কাইপে মুখ, এসেছি বহুদূর
হলদে ডিম আর বর্ণহীন রাত জাগায়,
গোপন ইচ্ছে ক্যানসার হয়ে বাসা বাধে |
উত্কেন্দ্রিক উদগ্রীবতায়, এই প্রবাসে
রামধনুর অন্য প্রান্ত আজো খুঁজে চলেছি -
ডেনমার্ক  

No comments:

Post a Comment